আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের WBGRSA এর সফল উদ্দোগে উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে কেন্দ্রীয় পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে আমাদের রাজ্যে সংগঠনের  à¦¤à¦¿à¦¨à¦œà¦¨ পদাধিকারী ও সদস্য উপস্থিত ছিল , সাথে উত্তর ও উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের রাজ্য সংগঠনের পদাধিকারীরা উপস্থিত ছিল । এই বৈঠকে মূলত উঠে আসে সমস্ত রাজ্যে কিভাবে নারেগা বা ১০০ দিনের কাজ পরিচালনা হয় এবং বিভিন্ন রাজ্যে জি.আর.এস দের বর্তমান পরিস্থিতি ঠিক কেমন । সমস্ত বিষয় নিয়ে তথ্য নির্ভর আলোচনা হয় । প্রাথমিক পর্যায়ের এই বৈঠক থেকে আমরা আশাবাদী, যে আমাদের দেশের সমস্ত রাজ্য জি.আর.এস সংগঠন গুলোকে এক ছাতার তলায় এনে সর্বভারতীয় স্তরে সম কাজে সম বেতন , সারা দেশে কেন্দ্রীয় ভাবে জি.আর.এস দের জন্য একই বেতন কাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে লড়াই চালিয়ে যেতে পারবো  à¥¤ আমাদের পরবর্তী মিটিং জানুয়ারি মাসের দিকে রাজধানীতে ( দিল্লিতে) অনুষ্ঠিত হবে । সেই সাথে আমরা চেষ্টা করবো আমাদের পাশাপাশি রাজ্য জি.আর.এস সংগঠন গুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি করে মধ্য ভারত, উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ ভারতে ভাগে ভাগে  à¦°à¦¾à¦œà§à¦¯ জি.আর.এস সংগঠনগুলোকে আলোচনার টেবিলে বসিয়ে সমস্ত রাজ্যের জি.আর.এস সংগঠনকে একসাথে চাঙ্গা করে দিল্লির পথে এগিয়ে চলা । আজ প্রথম সর্বভারতীয় স্তরে WBGRSA এর কোন প্রতিনিধি আলোচনায় যোগদান করলো  à¥¤ আমরা আশাবাদী আগামীদিনে জি.আর.এস দের স্বার্থে এবং নিজেদের স্বার্থে দিল্লির রামলিলা ময়দানে বা অন্য কোথাও আমাদের সংগঠিত রূপ দেখাতে পারবো এবং নিজেদের দাবি আদায়ে সফল হবো । 

ধন্যবাদ সহ
যুগ্ম সম্পাদক ও 
সহকারী সম্পাদক (সাধারণ)
WBGRSA
রাজ্য কমিটি

Share: