Ref No:  060/Report/GS/WBGRSA/2019 ,   Date: 22-02-2019

ওয়েস্ট বেঙ্গল গ্রাম রোজগার সহায়ক অ্যাসোসিয়েশন এর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে গন ডেপুটেশনের রিপোর্ট

 

সকলের অবগতির জন্য ওয়েস্ট বেঙ্গল গ্রাম রোজগার সহায়ক অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আজ  à¦†à¦®à¦¾à¦¦à§‡à¦° নির্ধারিত কর্মসূচি অনুসারে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে একটু শান্তি পূর্ন গন ডেপুটেশন অনুষ্ঠিত হলো । উক্ত গন ডেপুটেশনে সেন্ট্রাল ভিজিট, জি. আই.এস ট্যাগ, ইলেকশন এর গুরুত্বপূর্ণ কাজ উপেক্ষা করেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনুমানিক ১৫০০ গ্রাম রোজগার সহায়ক উপস্থিত ছিল ।

            আমাদের রাজ্য কমিটির সভাপতির নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল মাননীয় অতিরিক্ত মুখ্য সচিবের প্রতিনিধি হিসেবে মাননীয় অতিরিক্ত সচিব ও কমিশনার (এম.জি.এন.আর.ই.জি.এ) এবং যুগ্ম সচিব ও সহকারী কমিশনার (এম.জি.এন.আর.ই.জি.এ) এর নিকট আমাদের দাবি সম্মিলিত স্বারকলিপি পেশ করে । নানা বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় । আমাদের দাবি গুলো যথার্ততা বিবেচনা করে উনি বেশ কিছু দাবি মেনে নেন। সেগুলো নিম্ন লিখিত -

১. গ্রাম রোজগার সহায়ক দের গ্রাম পঞ্চায়েত তে স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে আপাতত ১০% রিজার্ভেশন দেওয়া হবে । সেই সাথে উক্ত পদ

    গুলিতে নিয়োগের ক্ষেত্রে  গ্রাম রোজগার সহায়ক দের জন্য কোন নিদিষ্ট বয়স্  সীমা থাকবে না ।

২. গ্রাম রোজগার সহায়ক দের থেকেই ব্লক এম.জি.এন.আর.ই.জি.এ সেল এর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে পদোন্নতি করা হবে ।

৩. জিও ট্যাগিং এর জন্য প্রতি  মাসে গ্রাম রোজগার সহায়ক দের ১০০০.০০ টাকা ইনসেনটিভ দেওয়া হবে ।

৪. গ্রাম রোজগার সহায়ক দের মৃত্যু জনিত সুবিধার সাথে অন্যান্য চুক্তি ভিত্তিক কর্মচারীদের মতো চাকরি অবসরকালীন সুবিধা প্রদান করা

    হবে ।

৫. যে সব জায়গাতে দপ্তরের ট্রান্সফার অর্ডার না মেনে ট্রান্সফার করা হচ্ছে, সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন ।

৬. ওয়েজ বা ওয়েজ সম্পর্কিত পেমেন্ট ক্ষেত্রে গ্রাম রোজগার সহায়ক দের অথেনটিকেশন করার নিয়ম থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে মানা

    হয়না । কিন্তু এবার থেকে গ্রাম রোজগার সহায়ক দের অথেনটিকেশন বাধ্যতামূলক হবে।   

৭. বেতন সক্রান্ত ফাইলটি আবার অর্থ দপ্তরের অনুমোদনের জন্য যাবে । অনুমোদন হলে এই বিষয়ে অর্ডার বের হবে ।

৮. হিউম্যান রিসোর্স পলিসি অনুযায়ী আরও বেশকিছু সুবিধা প্রদান করা হবে ।

৯. যাদেরে ট্রেনিং এখন বাকি আছে, খুব দ্রুত তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে ।

১০. জিও টাগ এর ক্ষেত্রে ডিসপ্লে বোর্ড এর যে সমস্যা গুলি রয়েছে, সে গুলি সমাধানের ব্যবস্থা করা হবে ।

 

             আগামী লোকসভা নির্বাচনের আগে উপরোক্ত বিষয়গুলো নিয়ে এবং বেতন সক্রান্ত অর্ডার বের না হলে লোকসভা নির্বাচনের পর আরও বড় ধরনের প্রোগ্রাম করা হবে । এর জন্য সবাইকে তৈরি থাকতে হবে । সংগঠনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত (রাজ্য কমিটির মিটিং , ০৩-০২-২০১৯, পুরুলিয়া) অনুসারে সংগঠন ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি শুরু করেছে, এই বিষয়ে পরবর্তী রাজ্য কমিটির মিটিং এ পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।  

          সংগঠনের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম কে সার্বিক ভাবে সমর্থন ও সহযোগিতা করার জন্য সকলকে রাজ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই । আশাকরি ভবিষ্যতে সকলের সমর্থন এভাবেই আমাদের সাথে থাকবে। আজকের ডেপুটেশনে আমাদের সকল দাবি এখনই মিটে  à¦¯à¦¾à¦“য়ার মতো বার্তা না পেলে ও ডেপুটেশন সার্বিক ভাবে সফল হয়েছে । আমাদের দাবি গুলো বিবেচনা করে প্রশাসনিক কর্তাগন সমাধানের জন্য সদর্থক ভূমিকা দেখিয়েছেন । ২০১১ সালের পর আজ আমরা এত বড় একটা সফল প্রোগ্রাম করতে পেরেছি ।  জি.আর.এস দের সমস্যা গুলো সার্বিকভাবে প্রশাসনকে বোঝাতে পেরেছি এবং বার্তা দিতে পেরেছি। সকলকে একসাথে কাধে কাধ মিলিয়ে লড়তে হবে। আজকের আমাদের এই সফল ডেপুটেশন আগামী দিনের দিশা দেখাবে। আমাদের উপর যতই বাধা আসুক, আমরা সব বাধা কে প্রতিহত করে নিজেদের জন্য ও সমস্ত জি.আর.এস দের উন্নতির এগিয়ে যেতে হবে । আমরা জি.আর.এস রাই পারি কারো সাহায্য ছাড়াই একক প্রচেষ্টায় নিজেদের লড়াই নিজেরা লড়তে এবং দাবী পুরন করতে । সকলকে সংগঠনের প্রতি ভরসা রেখে সংগঠন কে সব রকম সাহায্য করতে অনুরোধ করছি, যাতে আগামী দিনেও আমরা জি.আর.এস দের উন্নতিতে লড়াই করে এগিয়ে যেতে পারি ।  

এই রিপোর্ট সকল জি.আর.এস এর অবগতির জন্য ইস্যু করা হল।

luxreplicas.com

Share: